চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

আফছারুল আমীনের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির শোকসভা

ইউএই প্রতিনিধি

৪ জুন, ২০২৩ | ৫:৪৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি উদ্যোগে প্রয়াত মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফছারুল আমীনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

গতকাল শনিবার পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় আবুধাবিস্থ সুপার জনতা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, জামশেদ আলম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর বাপপি, গোলাম কাদের ইফতি, শেখ কামরুল হক, আবু তাহের তারেক, শিপক বড়ুয়া, সজল চৌধুরী, মোহাম্মদ এরশাদ, খোরশেদ আলমসহ অন্যান্যরা।

 

এতে সভাপতির বক্তব্যে ইফতেখার হোসেন বাবুল বলেন, চট্টগ্রামের মানুষের সুখে-দু:খে আফছারুল আমীন সবসময় পাশে ছিলেন। একজন স্বচ্ছ ও ত্যাগী রাজনীতিক হিসেবে তার কর্ম ও আদর্শ আমাদের কাছে অনুসরণীয় হয়ে থাকবে।’

 

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ধর্ম সম্পাদক মৌলানা মোহাম্মদ মমতাজ।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট