ঢাকার পঙ্গু হাসপাতালের (এনআইটিওআর) হ্যান্ড সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজেদুর রেজা ফারুকী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।
রবিবার (৪ জুন) সকালে ঢাকার আল মানার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, ডা. ফারুকী চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের ছাত্র ছিলেন। দেশে হাতের সার্জন হিসেবে তাঁর বেশ সুনাম রয়েছে। তাকে বলা হতো- কাটা হাত জোড়া লাগানোর কারিগর। তাঁর দক্ষ হাতের অস্ত্রোপচারে স্বাভাবিক জীবনে ফিরেছেন অনেক রোগী। দেশের দক্ষ অর্থোপেডিক সার্জনদের মধ্যে তিনি অন্যতম।
এদিকে, ডা. ফারুকীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চমেক পরিবার।
পূর্বকোণ/এএইচ