চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সাবেক মন্ত্রী আফছারুল আমীনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

অনলাইন ডেস্ক

২ জুন, ২০২৩ | ১০:৩৫ অপরাহ্ণ

সাবেক মন্ত্রী আফছারুল আমীনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বার্তায় তাঁরা আফছারুল আমীনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
এদিকে শনিবার (৩ জুন) সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের জাতীয় সংসদ সদস্য আফছারুল আমীনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান। বার্তায় উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে আফছারুল আমীনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দেবাশীষ পাল দেবু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সাম্পাদক দেবাশীষ আচার্য্য প্রমুখ।
উল্লেখ্য, শুক্রবার (২ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. আফছারুল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট