চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সিআরবিতে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৩ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবিতে দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ৩১ মে) রাতে সিআরবি পুলিশ ফাঁড়ির তুলাতলি বস্তি এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- কোতোয়ালী থানার তুলাতলি বস্তির মৃত তজু উদ্দিনের ছেলে মো. খোকন (৪৮) এবং খুলশী থানার লালখান বাজার মতিঝর্না এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. রাসেল (১৯)। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, কোতোয়ালী থানাধীন সিআরবিতে দুইকেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট