চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ, ওয়ার্ড কাউন্সিলরসহ আহত ১০

৩১ মে, ২০২৩ | ৭:৪১ অপরাহ্ণ

নগরীর লালদীঘি পাড়ে ১৪ দলের গণসমাবেশে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে জেলা পরিষদ মার্কেটের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চসিক ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ অন্তত ১০ জন আহত হয় বলে জানা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিছিল নিয়ে সমাবেশে আসার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দু’পক্ষই ইট পাটকেল ছুড়তে শুরু করে। পরে এটি সমাবেশের চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত গড়ায়। এ সময় কাউন্সিলর ওয়াসিম মাথায় আঘাত পান। পরে সিনিয়র নেতাদের সহযোগিতায় পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর ওই সমাবেশের আয়োজন করে ১৪ দল। সমাবেশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের দুই পক্ষ। এ সময় তারা চেয়ার ছোড়াছুড়ি ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আহত হন পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিনসহ কয়েকজন।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট