চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

১৩ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রামের ২ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৩ | ১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ১৩ বছর ধরে পালিয়ে ছিলেন দুই ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। অবশেষে সেই দু’জন ধরা পড়লেন কোতোয়ালী থানা পুলিশের হাতে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর কাজির দেউড়ি এলাকার ভিআইপি টাওয়ারের নিউ লাকী ফেব্রিকসের স্বত্বাধিকারী মো. শওকত আলী (৪২) ও আছাদগঞ্জ এলাকার এফএম ট্রেডার্সের ফারুক হোসেন ভূঁইয়া (৩৯)।

 

সোমবার (২৯ মে) রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, দুইজনের নামে ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্ট মূলে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ব্যাংক ও ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিল। দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ছিল। দুইজনের বিরুদ্ধে মোট ১০টি সিআর সাজা ও একটি সিআর পরোয়ানা রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট