চট্টগ্রাম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল নাইটগার্ডের

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। নিহত আজাদ (৩০) পাহাড়তলীর নতুনবাজার এলাকার মো. লাডু ইব্রাহিমের ছেলে।

রবিবার (২৮ মে) ভোর ৫টায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই ইমন জানায়, নিহত আজাদ একটি কারখানায় নাইট গার্ডের চাকরি করতো। ভোরে ডিউটি শেষে বাসায় ফিরে নামাজ পড়তে যাচ্ছিলেন। বাড়ির সামনেই ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনা দেখে উনার বোন আমাকে ডাক দিলে আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতাবস্থায় ভোর সোয়া ৫টায় আজাদ নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট