চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাজীর দেউড়ির ড্রিপস সুইটস এন্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৩ | ৯:১৭ অপরাহ্ণ

কোন প্রকার অনুমোদন ছাড়াই ক্রিম বনে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে কাজীর দেউড়ির ড্রিপস সুইটস এন্ড বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এই জরিমানা আদায় করেন। 

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার শিমু বিশ্বাস এবং সজীব চৌধুরী ।

ফিল্ড অফিসার শিমু বিশ্বাস বলেন, কোন প্রকার অনুমোদন ছাড়াই ক্রিম বনে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করছিল কাজীর দেউড়ির ড্রিপস সুইটস এন্ড বেকারি (পাছাজিও ফুড)। এমন আপরাধে আজ অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট