চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পাঁচলাইশে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার, মাদক ও নগদ টাকা উদ্ধার

২২ মে, ২০২৩ | ১১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থেকে সক্রিয় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু, ডাকাতির ১ লাখ টাকা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিমবাড়ি এলাকার মো. ইউনুছের ছেলে মো. আরিফ (৩৪) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কচিন বাজার এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. আব্দুল কাদের (৩৭)।

 

শনিবার (২০ মে) বিকেল পৌনে ৩টায় গ্রিনভিউ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

 

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির করার জন্য গ্রীনভিউ এলাকার আশেপাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল পৌনে ৩টায় গ্রিনভিউ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু, ডাকাতির ১ লাখ টাকা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ইত্যাদির মাধ্যমে এলাকায় আতংক সৃষ্টি করতো। গ্রেপ্তারদের মধ্যে আরিফ ডাকাত দলের দলনেতা হিসাবে কাজ করত। এলাকার লোকজন তাদের ভয়ে মুখ খোলার সাহস পেত না। আরিফের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মাদক মামলা পাওয়া যায়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট