চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম রাইফেলস ক্লাবের ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩ | ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আমতলী মোড় সংলগ্ন ১১টি অবৈধ দোকান উচ্ছেদ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এতে করে ৫ কোটি টাকার দখল করা সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন।

 

রবিবার (২১ মে) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মাদ।

 

তিনি জানান, চট্টগ্রাম রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের সীমানা দেয়াল ভেঙে অবৈধ দখলকারীরা দোকান নির্মাণ করেছেন। সে জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আমতলমুখী সড়ক সংলগ্ন ১১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ভূমি উদ্ধারের পর সীমানা দেয়াল নির্মাণ করছে রাইফেলস ক্লাব কর্তৃপক্ষ।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট