চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

তিন দিনের পোশাক শিল্প পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু কাল

গার্মেন্টেক চিটাগাং ২০১৯

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তৃতীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘গার্মেন্টেক চিটাগাং ২০১৯’। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তৃতীয়বারের মত আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩১

আগস্ট শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর জামালখানের একটি রেস্তোরায় প্রদর্শনীপূর্ব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান আসক ট্রেড এন্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া। তৈরি পেশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে বন্দর নগরী চট্টগ্রামে আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন বিজিএমইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট এম এ সালাম, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট গওহর সিরাজ জামিল এবং বিজিএমইএ’র ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট এ এম চৌধুরী সেলিম। দেশের পোশাক খাতের উন্নয়নে প্রদর্শনীতে এপারেল মেশিনারি এন্ড এলাড প্রোডাক্ট, ইয়ার্ন এন্ড ফেব্রিকস, গার্মেন্টস এক্সেসরিজ এন্ড সার্পোট সার্ভিস ইত্যাদি তুলে ধরা হবে। ১০টি দেশের ৭০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। দেশের তৈরি পোশাক শিল্পের দোরগোড়ায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আসক ট্রেড এন্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজক প্রতিষ্ঠান আসক ট্রেড এন্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড’র পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট দেশীয় এবং বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের উপস্থিতিতে বন্দরনগরী চট্টগ্রাম এ শিল্পের উৎপাদনে বাংলাদেশে দ্বিতীয় স্থানে রয়েছে। নগরে প্রতিনিয়ত এ শিল্পের প্রসার ঘটছে, যা তৈরি

পোশাক শিল্পের রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় অবস্থানকে আরো শক্তিশালী করছে এবং বাংলাদেশ সরকারের ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে।’
তিনি আরো বলেন, ‘দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান নিয়ামক তৈরি পোশাক খাতকে আরো আধুনিক আর বিকশিত করতে আমরা এ প্রদর্শনীর আয়োজন করছি। তিন দিনব্যাপী এ প্রদর্শনী টেক্সাইল এবং তৈরি পোশাক খাত সংশ্লিষ্টদের জন্য অভিজ্ঞতা অর্জনের অসাধারণ এক সুযোগে পরিণত হতে যাচ্ছে। এটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। বিগত দু’বছরের অভাবনীয় সাফল্যে এবারও আমরা আশা করছি প্রদর্শনীটি এ শিল্পে ইতিবাচক প্রভাব রাখবে।’

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গার্মেন্টস শিল্পের অত্যাধুনিক সিলাই যন্ত্রপাতি ও আনুষাঙ্গিক যথা কাটিংরুম, লন্ড্রি, আয়রন, ফিনিশিং ইকুইপমেন্টসহ গার্মেন্টস একসেসোরিজ, লেবেলিং, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইংক ইত্যাদিসহ সংশ্লিষ্ট মেশিনারি তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে আরো ছিলেন আয়োজক প্রতিষ্ঠান আসক ট্রেড এন্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর নন্দ গোপাল কে, চিটাগাং গার্মেন্টস মেশিনারি বিজনেসম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এম আনোয়ার হোসাইন এবং সেক্রেটারি মো. আহসানুল্লাহ। ছিলেন বিকেএমই’র সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আলতাফ উদ্দিন এবং আসক ট্রেড এন্ড এক্সিবিশন এর হেড অব মার্কেটিং সালমান বিন সুলতান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট