চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জন্মজয়ন্তীতে ক্বণন’র অনুষ্ঠানে বক্তারা

রবীন্দ্রনাথ বিশ্বের একবিস্ময়কর দার্শনিক

৫ মে, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাংলার শিক্ষক রাশেদ মুহাম্মদ বলেছেন, রবীন্দ্রনাথ বিশ্বের একজন বিস্ময়কর দার্শনিকের নাম। রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ অহংকার। গতকাল বিকেলে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে নির্ধারিত আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্বণন সভাপতি আবৃত্তিশিল্পী মোসতাক খন্দকারের সভাপতিত্বে চেরাগী পাহাড়স্থ ক্বণন মহড়াকক্ষে অনুষ্ঠিত ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ এরশাদ। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী সাইমুম মুরতজা। এতে নির্ধারিত আলোচক রাশেদ মুহাম্মদ বলেন, রবীন্দ্রনাথের কবিতা, গান সারা বিশ্বের সম্পদ। রবি ঠাকুরকে বারবার পড়ে বুঝতে হবে।
কবিগুরুকে নিয়ে কথামালা, গান, তাঁর রচনা এবং তাঁকে নিবেদিত কবিতার আবৃত্তি নিয়ে আয়োজিত ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক এই অনুষ্ঠানে পরিবেশনায় অংশগ্রহণ করেন শরীফ মাহমুদ, মোহাম্মদ ওয়াসিম, সাইমুম মুরতজা ,আবসার তানিম, বাপন ধর, রুহুল্লা খান আকমল, মুহতারিমা, প্রেমা চৌধুরী, তমা দাশ, মিশকাত হোসাইন, জুঁই বিশ্বাস, শুভ্রা চক্রবর্তী, সূচনা দাশ, মোসতাক খন্দকার ও রাশেদ মুহাম্মদ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট