চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ভবনের অবৈধ অংশ ভাঙার নির্দেশ

নকশাবহির্ভূত ভবন নির্মাণে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০১৯ | ২:১৬ পূর্বাহ্ণ

নকশাবহির্ভূত ভবন নির্মাণের অপরাধে বাকলিয়া কল্পলোকের আবাসিকের এক ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। এছাড়া, অবৈধ ভবনের অংশ ১ মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিডিএ’র বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন। সিডিএ’র আদালত সূত্র জানায়, কল্পলোক আবাসিকের বি-১১২ নম্বর প্ল­টের মালিক শাহেদা আকতারের বিরুদ্ধে নকশা না মেনে ভবন তৈরির অভিযোগ উঠে। অভিযোগের সত্যতা পেয়ে সিডিএ অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদি হয়ে আদালতে মামলা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ আহমেদ জানান, নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে কল্পোলক আবাসিকের ভবন মালিক শাহেদা আকতারকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত। আদালত ১ মাসের মধ্যে অবৈধ অংশ ভেঙে সচিত্র প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট