চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চেক প্রতারণা মামলা কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

২৮ আগস্ট, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। গতকাল সোমবার(২৬ আগস্ট) রাত আটটার দিকে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের নাছিম মাঝির বাড়ির মৃত আবদুর রশিদের পুত্র মো. শফি(৫৭)। তিনি চেক প্রতারণার তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ এলাকা থেকে চেক প্রতারণার তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকে গ্রেপ্তার করে পুলিশ। চেক প্রতারণার দায়ে পৃথক তিন মামলায় আদালত তার বিরুদ্ধে ৮ মাসের সাজা ৬ লক্ষ টাকা জরিমানা, ৮ মাসের সাজা, ৭ মাসের সাজা ৭ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মো. জোবাইর সৈয়দ দৈনিক পূর্বকোণকে জানান, পলাতক চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট