চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী পালিত

রাউজান ঢেউয়া হাজীপাড়ায় নজরুল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব সংবাদদাতা রাউজান

২৮ আগস্ট, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজান ঢেউয়া হাজীপাড়ায় কাজী নজরুলের স্মৃতি বিজড়িত বাড়ির সামনে নির্মিত নজরুল স্মৃতিস্তম্ভে উত্তরজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষ থেকে উত্তরজেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।

দৈনিক পূর্বকোণের সাবেক সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে নির্মিত নজরুল স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ, মুক্তিযোদ্ধা সাধন পালিত, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, রুণু ভট্টাচার্য্য, সারজু মো. নাছের, ভানু দে, ছাবের হোসেন, হাসান তানভীর চৌধুরী, সাজ্জাদ মাহামুদ, নাছির উদ্দিন, মো. এরশাদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।উল্লেখ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একসময় ঢেউয়া হাজীপাড়ায় এসে ৩দিন অবস্থান করে সাহিত্য সম্মেলনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। তার স্মৃতিধন্য বাড়িটিতে কবির স্মৃতিরক্ষায় দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মরহুম আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর উদ্যোগে স্মৃতিস্তম্ভ ও পাঠাগার নির্মাণ করা হয়। পরবর্তীতে ওই স্মৃতিস্তম্ভটি দৈনিক পূর্বকোণের সাবেক সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর উদ্যোগে সুপরিসর ও দৃষ্টিদন্দন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট