চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিলস-এলআরএসসি’র ইন্টার্নশিপ কার্যক্রম

২৮ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস, চট্টগ্রামে প্রতিষ্ঠিত লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টারের উদ্যোগে “এক্সিলারেটিং ওম্যান এন্ড ইয়থ লিডারশিপ ইন ট্রেড ইউনিয়ন ইন বাংলাদেশ টু প্রমোট ডিসেন্ট ওয়ার্ক এন্ড সোশ্যাল জাস্টিস” শীর্ষক প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্রদের দ্বারা এক ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমের উপর ভিত্তি করে সেক্টরভিত্তিক উপস্থাপনায় ৪টি গুরুত্বপূর্ণ সেক্টর তথা রেল, পোশাক শ্রমিক, হেলথ এন্ড ডায়াগনস্টিক এবং বিউটি পার্লারে কর্মরত নারী শ্রমিকদের জীবনমান, কর্ম পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।

গতকাল ২৭ আগস্ট বিকাল ৩টায় স্থানীয় হোটেল এলিনাইয় অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিলস-এলআরএসসি সেন্টার কর্ডিনেশন কমিটির সদস্য এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শাহিন চৌধুরী, বিএমএসএফ এর চট্টগ্রাম জেলার সভাপতি কাজি আলতাফ হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নূরুল্লাহ বাহার, বিলস এর সিনিয়র কর্মকর্তা রিজওয়ানুর রহমান খান, সহকারী প্রোগ্রাম অফিসার ফজলুল কবির মিন্টুসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে নারী ও যুবদের মধ্যে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ সৃষ্টি হবে ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট