চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্যস্ত সড়কের মাঝে গাড়ি পার্কিং

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

নগরীর ৩৮ নম্বর দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্র্ণ মোড় সল্টগোলা ক্রসিং। প্রতিনিয়ত মোড়টি ব্যবহার করে বন্দরের পণ্য আনা-নেয়ার কাজ করে সহস্রাধিক ট্রাক, কাভার্ডভ্যান ও প্রাইম মুভার। শুধু তাই নয়, এই মোড়টি অতিক্রম করে প্রতিদিন চট্টগ্রাম বিমান বন্দরে যাতায়ত করে যাত্রীরা। গুরত্বপূর্ণ ব্যস্ত এ সড়কটিরই একপাশ দখল করে সারিবদ্ধভাবে রাখা রয়েছে পণ্যবাহী ভারী গাড়িগুলো। এতে সড়কলোটিতে প্রায়শই যানজট লেগে থাকে। ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের।
সরেজমিনে দেখা যায়, সল্ট গোলা ক্রসিং মোড়ের বিমানবন্দর সড়কের একপাশ দখল করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বন্দর ব্যবহারকারী ভারি গাড়িগুলো। দূর থেকে দেখলে যানজটের কারণে গাড়িগুলো আটকে আছে মনে হলেও কাছে গিয়ে দেখা যায়, দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর কোনটিতেই ড্রাইভার নেই। এদিকে ব্যস্ত সড়কে মাঝে ‘দানব’ আকৃতির এসব গাড়িগুলো পার্কিং করে রাখার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। তবে এ মোড়ের পাশেই ট্রাফিক পুলিশের একটি বক্স থাকলেও নীরব ভূমিকা পালন করছেন তারা। স্থানীয়দের অভিযোগ এসব গাড়ি থেকে নেয়া টাকার চশমা পড়ে অন্ধের ভূমিকা পলান করছে পুলিশ।

সাহেদ নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘বন্দর থেকে সহজে পণ্য আনা-নেয়ার ভাড়া পেতে ট্রান্সপোর্ট কোম্পানিগুলো এই সড়কের মাঝে তাদের গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখে। এজন্য পুলিশকে দৈনিক ভিত্তিতে টাকা প্রদান করে গাড়ির চালকরা। এসব গাড়িগুলোর কারণে সড়কে প্রায়শই যানজট লেগে থাকে। এতে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট সহ্য করতে সাধারণ মানুষদের। মাঝে মাঝে যানজটের আকার এতটাই দীর্ঘ হয় যে লাগাতার কয়েকদিন যানজটে আটকে থাকে পুরো শহর। গত মাসেও টানা তিন দিন যানজট ছিল এ মোড়কে ঘিরে। এসময় গুরুত্বপূর্ণ এ মোড়টিকে যানজটমুক্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।’

সল্টগোলা ট্রাফিক বক্সে দায়িত্বরত টিআই সরোয়ার পারভেজ টাকা নেয়ার বিষয়টিকে মিথ্যা অভিযোগ বলে জানিয়ে পূর্বকোণকে বলেন, ‘গাড়িগুলো বন্দরের পাশ নেয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এসব গাড়ির জন্য প্রায় যানজটের সৃষ্টি হয়। আমরা চেষ্টা করি গাড়িগুলোকে দ্রুত মূল সড়ক থেকে সরিয়ে দিতে। সাধারণ জনগণকে দূর্ভোগের হাত থেকে বাঁচাতে এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট