চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এডভান্স কোর্স উদ্বোধনকালে প্রফেসর শাহেদা

স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধ অর্জন করে

২৮ আগস্ট, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

স্কাউটিং সমাজ বিনির্মাণের পাশাপাশি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটকাল থেকে স্কাউটিংয়ের সাথে যুক্ত হওয়া শিক্ষার্থীরা সকল প্রকার অন্যায় আর খারাপ কাজ থেকে বিরত থাকে। কারণ স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক ও মানবিক মূল্যবোধ অর্জন করে। তাই সুস্থ সুন্দর জাতি গঠনে স্কাউট আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সেই সাথে সমাজের অবহেলিত মানুষকে সেবা দেয়ার পাশাপাশি দেশ গঠনে স্কাউটারদের এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার ৩৯৮তম কাব স্কাউট ইউনিট লিডার এডভান্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম এসব কথা বলেন।

পিটিআই চট্টগ্রামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) জাকের আহমদ। প্রশিক্ষক সাবিনা পারভীর লীনার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি সৈয়দ আ.ফ.ম আতাউর রহমান এলটি, কোষাধ্যক্ষ এইচ. এম ফজলুল কাদের, পিটিআই চট্টগ্রামের সুপারিনটেনডেন্ট আলহাজ কামরুন নাহার। এতে আরো বক্তব্য রাখেন প্রশিক্ষক ছালেহা বেগম, শফিকুর রহমান, জাহিন হোসাইন, শাহীনূর বেগম, শাহিনুর ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ কমিশনার সমাজ উন্নয়ন শেখ মাহমুদ, ইন্সট্রাক্টর আবদুল বাতেন, ডবলমুরিং থানা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, মো. ফারুক ইসলাম, সানজিদা আজাদ রুপা প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট