চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ডবলমুরিং থানার মামলায় রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৩ | ১০:১৪ অপরাহ্ণ

ডবলমুরিং থানার ইয়াবা উদ্ধারের মামলায় মো. ফয়েজুল্লাহ ফয়েজ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মে) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ফয়েজুল্লাহ ফয়েজ কক্সবাজার জেলার উখিয়া থানার কতুপালং শরণার্থী শিবিরের ক্যাম্পের  নুরুল আলম প্রকাশ আজিজুল হকের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট খাজা গরিবে নেওয়াজ স্টোরের সামনে থেকে মো. ফয়েজুল্লাহকে  ৮ হাজার ৮০০ পিস  ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । পরে তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. ফয়েজুল্লাহ ফয়েজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি জামিন পাওয়ার পর থেকে পলাতক।  

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট