চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চবি ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহন

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী জন্য বিনামূল্যে থাকা ও খাবারের পর বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।  মঙ্গলবার থেকে (১৬ মে ) থেকে আগামী ২৩ মে পর্যন্ত এই সেবা চালু থাকবে বলে জানিয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ নাসির উদ্দিন। 
তিনি জানান, চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় যাওয়া-আসার জন্য বিনামূল্যে পরিবহনের বেশ কিছু অনুরোধ গত ক’দিন থেকে আমরা পেয়ে আসছি। সুখবর হলো, একটু আগেই ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্বের মতো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, চিটাগাং শফিং কমপ্লেক্স, ২ নম্বর গেইট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা করবে। নিম্নোক্ত লিংকে ক্লিক করে বাসের সিটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিনীত অনুরোধ রইলো:
উল্লেখ্য, দল-মত-ধর্ম-বর্ণ-এলাকা নির্বিশেষে দেশের সকল স্থানের সকল শিক্ষার্থীদের জন্য মুসাফির খানা, মেহমানখানা, পরিবহন উন্মুক্ত।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট