চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল চলন্ত রিক্সায়, চালক আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিক্সার ওপর পড়ে চালক দগ্ধ হয়েছেন। দগ্ধ রিক্সাচালক জাহেদ আলী (৩৮) লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি বর্তমানে অক্সিজেন এলাকায় বসবাস করেন।

 

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় গাউছিয়া তোরণের পাশে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, সকালে অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি চলন্ত রিক্সার ওপর পড়ে। সাথে সাথে ওই রিক্সায় আগুন লেগে যায়। এতে চালক জাহেদ আলী অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আহতাবস্থায় ওই রিকশাচালককে নিয়ে আসলে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি দেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট