চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ইলেক্ট্রনিক্স দোকানে চুরি, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন ধরা

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৩ | ৬:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জুবিলি রোডে একটি ইলেক্ট্রনিক্স দোকানের মালামাল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইলিয়াস (৩০), মো. আরিফ (২৫), নারায়ণ তালুকদার (৫১)।

বুধবার (১০ মে) দুপুর আড়াইটায় তিনপুলের মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি জানান, গত ৮ মে দুপুর ২টায় জুবিলী রোডের রাজ এন্টারপ্রাইজ নামে একটি দোকানের সামনে থাকা বিক্রিত ব্যাগ ভর্তি পণ্য (ক্যাবল, এমকে বক্স) চুরি হয়। এরপর আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে দোকানের মালিক ১০ মে চুরির ঘটনায় জড়িত মো. ইলিয়াস ও মো. আরিফকে ধরে ফেলেন। তারা ‍পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে। এরপর আটক আসামিদের দেয়া তথ্যমতে- রাজাপুকুর লেন এলাকায় দরবার ইলেক্ট্রনিক্স নামে একটি দোকান থেকে চুরি যাওয়া পণ্য উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২২ হাজার ৫৫৮ টাকা। এ ঘটনায় মামলা দায়ের হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট