চট্টগ্রাম সোমবার, ২৯ মে, ২০২৩

সর্বশেষ:

৮ মে, ২০২৩ | ১১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলীতে ছুরিকাঘাতে ২ যুবককে হত্যা

নগরীর পাহাড়তলী থানাধীন বিটাক মোড়ে দুপক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) রাতে  এই ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন :  মাসুম (৩০) ও  সবুজ (২০)। 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোস্তাফিজুর রহমান জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে থানার টিম ঘটনাস্থলে গেছে। হাসপাতালেও পুলিশের আলাদা টিম পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ বের করতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছি বিস্তারিত পরে জানানো হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট