চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ভবিষ্যতে লবণ বাড়বে, ওয়াসাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

প্রখ্যাত পানি বিশেষজ্ঞ প্রফেসর ড. আইনুন নিশাত দৈনিক পূর্বকোণকে বলেন, ‘ওয়াসার পানিতে লবণ, এটা নতুন কিছু নয়। এর আগেও ওয়াসার পানিতে লবণ পাওয়া গেছে। এবার এটির দীর্ঘস্থায়িত্ব হচ্ছে বেশি। এ কারণে জনগণের ভোগান্তি বেড়েছে। ওয়াসার সরবরাহকৃত লবণ পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। তবে এ পানি কাপড় ধোয়া, গৃহস্থালির অন্যান্য কাজ করা যাবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে ২০ সেন্টিমিটার পানির উচ্চতা বেড়েছে। আগামী ৫০ বছরে সমুদ্রে আরো ৫০ সেন্টিমিটার পানির উচ্চতা বাড়ার শঙ্কা রয়েছে। সুতরাং প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কনসালট্যান্টদের মতামত নিয়ে থাকে ওয়াসা। নিশ্চয় লবণের বিষয়টি নিয়েও ওইসময়ে কলসালট্যান্টদের মতামত রয়েছে। এরপরও বলবো ভবিষ্যতে ওয়াসার পানিতে লবণের পরিমাণ আরো বাড়বে, সেই বিষয়টি বিবেচনায় বিশেষজ্ঞদের মতামত নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমাধানে আসতে হবে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট