২০ এপ্রিল, ২০২৩ | ১২:০৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করায় ৪ বাস কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এই জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৩টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ