চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চারতলা ভবনসহ ৮১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মহেশখালের পাড়ে অভিযান

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

৫ কিলোমিটার
জমি উদ্ধার
নগরীর হালিশহর এলাকায় মহেশখালের উপর গড়ে উঠা চারতলা ভবনসহ প্রায় ৮১ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। হালিশহর বড়পুল এলাকা থেকে কাস্টম পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল (রবিবার) বেলা এগারোটার পর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনা বাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর সহায়তায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্পের সহকারী পরিচালক মো. হামিদুল হক বলেন, হালিশহর বড় পুল এলাকা থেকে কাস্টম পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলকৃত প্রায় পাঁচ কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে পাকা ১৪টি, সেমিপাকা ১৮টি, টিনশেড ৩২টি, কাঁচা স্থাপনা ১১টি এবং ৬টি বাউন্ডারিসহ মোট ৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা অবৈধ স্থাপনার কিছু অংশ ভেঙে দিয়েছি। যারা অবৈধ স্থাপনা গড়ে তুলেছে, বাকি অংশ ভেঙে ফেলার জন্য তাদের নির্দেশ দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনা বাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেট এর জলাবদ্ধতা প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্পের সহকারী পরিচালক হামিদুল হক ছাড়াও সিডিএ ও সেনা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট