চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আউটার স্টেডিয়ামে সবুজ মেলার উদ্বোধন

গ্রিন বাংলাদেশ’র স্বপ্ন দেখালেন মেয়র

২৬ আগস্ট, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

নগরীর আউটার স্টেডিয়ামে পক্ষকালব্যাপী সবুজ মেলা ২০১৯ শুরু হয়েছে। তিলোত্তমা চট্টগ্রামের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজন করেছে এই মেলার। সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন গতকাল রবিবার বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সভায় সিটি মেয়র বলেন, সৃষ্টি জগতে অপরূপ সৌন্দর‌্যাবলীর মধ্যে বৃক্ষ অন্যতম। গাছপালা ছাড়া মানুষের বেঁচে থাকার কোন উপায় নেই। মানুষ না থাকলে বৃক্ষের কোন অসুবিধা হতো না। কিন্তু বৃক্ষ না থাকলে এই পৃথিবীতে আদম সন্তানের অস্তিত্ব বিলীন হয়ে যেত। বৃক্ষ যেমন প্রাকৃতিক সৌন্দর্য্যরে বৃদ্ধিকারক, তেমনি আবার পরিবেশ সংরক্ষণেরও সজিব প্রতীক। তিনি বলেন, জীবনের প্রধান ও প্রথম উৎস যে অক্সিজেন, তা বৃক্ষ থেকে আসে। বর্তমানে অক্সিজেনের উৎস শুকিয়ে যাচ্ছে। অক্সিজেনের বড় উৎস আমাজানের বিরাট বনাঞ্চল ব্রাজিলে। আজ থেকে কয়েক হাজার বছর আগে সাহারা অঞ্চলে বনভূমি ছিল। বাংলাদেশও এক সময় ২৩ ভাগ বনে আচ্ছাদিত ছিল- বর্তমানে তা নেই। এক পর্যায়ে এই বনভূমি ৯ শতাংশে দাঁড়িয়েছিল। এমতাবস্তায় বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপে বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ বেড়ে ১৭ ভাগ বন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সবুজ মেলা ২০১৯ ব্যবস্থাপনা কমিটির আহবায়ক, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. জেরিন আক্তার ও বন গবেষণাগার ইনস্টিটিউটের প্রধান ড. মাহবুবুর রহমান।
এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সলিম উল্লাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, মো. গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন খান, নাজমুল হক ডিউক, মো. শাহেদ ইকবাল বাবু, ছাবের আহমদ, মোরশেদ আকতার চৌধুরী, মো. জয়নাল আবেদীন, মোহাম্মদ আজম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, চসিকের সচিব মো. আবু শাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম এবং তিলোত্তমা চট্টগ্রামের নির্বাহী সাহেলা আবেদীন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এই মেলায় বনরূপা, ন্যাশনাল, শিমুল পারুল, বাংলাদেশ, কাশবন, সবুজ বিপ্লব, চিটাগাং, পুষ্প, ব্র্যাক, ফতেয়াবাদ, বাহাদুর, চন্দননগর, আরণ্যক, নিউ কসমো, কসমো, পুষ্পকলি, আরএনজে, অবসরে সখের বাগান, কুদরত মধু, পঞ্চরসে আচার, বনসাই, তিলোত্তমা চট্টগ্রামসহ ৫২টি নার্সারির স্টল রয়েছে। এতে প্রতিটি স্টলে ফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রকারের গাছগাছালি রয়েছে। এই মেলায় প্রতিদিন পরিবেশবিদ, বৃদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, ছাত্র-শিক্ষক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন মেলা সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই মেলা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট