চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চন্দনাইশে সৌদিয়া-লেগুনা সংঘর্ষ, আহত ৪

নিজস্ব সংবাদদাতা হ চন্দনাইশ

২৬ আগস্ট, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া বাইন্যা পুকুর পাড় এলাকায় সৌদিয়া চেয়ারকোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। গতকাল রবিবার বিকালে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী সৌদিয়া চেয়ারকোচের (চট্ট মেট্টো-ব-১১-০৬৭৯) ও দোহাজারী অভিমুখি যাত্রীবাহী লেগুনা (চট্ট মেট্টো-ছ-১১-২৯৬৮) এর সাথে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের বাইন্যা পুকুর পাড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় কবলিত লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়, যাত্রীবাহী সৌদিয়া বাসটি সড়কের পাশে পড়ে যায়। লেগুনার চালক সাতকানিয়া মৌলভীর দোকান এলাকার দিদারুল

ইসলাম (১৮), চন্দনাইশ পাঠানদন্ডী সিকদার পাড়ার মো. জামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৮), তার মা মোস্তাফা খাতুন (৬৫), লোহাগাড়া উপজেলার মো. হেলাল উদ্দীন (২৫) গুরুতর আহত হয়। এছাড়া সৌদিয়া বাস যাত্রীদের মধ্যে ৫-৬ জন যাত্রী হালকাভাবে আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস, চন্দনাইশ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে প্রায় ঘন্টাকালব্যাপী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যহত হয়। ফলে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দু’টি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে নিয়ে গেলে যায়। তবে লেগুনা, সৌদিয়া বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট