চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হত্যাকা-ের বিচার দাবি মুক্তিযোদ্ধা জহুরুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা , ফটিকছড়ি

২৬ আগস্ট, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে নানা কর্মসূচির মাধ্যমে ফটিকছড়ি উপজেলা আ. লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা শহীদ এম জহুরুল হকের ১৮তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার পালন করা হয়। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা ও পৌরসভা আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জহুরুল হক স্মৃতি সংসদের ব্যানারে তাঁর কবরস্থানে পৃথক পৃথক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা আ. লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সহ-সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, শামশুল হক, মো. আলী চৌধুরী, এ.কে আজাদ বাবুল, আবুল কাশেম, বোরহান উদ্দীন ও এমরান হোসেন। পৌরসভা আ. লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন পৌর মেয়র ও পৌর আ. লীগের সভাপতি আলহাজ মো. ইসমাইল হোসেন, সা. সম্পাদক জসিম উদ্দীন, কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ ও হেলাল উদ্দীন। এম জহুরুল হক স্মৃতি সংসদের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সা. সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, মাস্টার মুহাম্মদ হারুন, হোসেন চৌধুরী রাজু, সাহাবুদ্দীন, মুজিবুল হক মানিক, নাজিম উদ্দীন নাজু ও আলাউদ্দীন আইয়ুব কন্ট্রাক্টার। ৪নং ওয়ার্ড আ. লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি এম আহমদুল হক ও সা. সম্পাদক রফিকুল আলম চৌধুরী। উপজেলা ছাত্রলীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি জামাল উদ্দীন, সা. সম্পাদক রায়হান রুপু, ওমার ফারুক আসিফ, খাইরুল আমিন সাগর, সাজ্জাদুল আলম প্রমুখ। পৌর ছাত্রলীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি আবু সোয়াইব, সা. সম্পাদক আফাজ উদ্দীন তুহিন, মুহাম্মদ আরিফ ও জয়নাল আবেদিন। ৪নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি তারেক আজিজ, খোরশেদুল আলম আনাছ, ইসমাইল, নওশেদ প্রমুখ। পুষ্পমাল্য অর্পণ শেষে জহুরুল হক স্মৃতি সংসদের আয়েজনে বর্বরোচিত এ হত্যার বিচারের দাবিতে পথসভা দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমহনি বাজারে মাস্টার মুহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জহুরুল হক হত্যাকা-ের বিচারের জোর দাবি জানান। উল্লেখ্য ২০০১ সালের ২৫ আগস্ট দিবাগত রাতে নিজ বাসভবনে ঘুমন্ত অবস্থায় তাঁকে গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট