চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটি পৌরসভার ১২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

পূর্বকোণ প্রতিনিধি , রাঙামাটি অফিস

২৬ আগস্ট, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

২০১৯-২০ অর্থবছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে, রাঙামাটি পৌরসভা। গতকাল রবিবার রাঙামাটি পৌরসভাকে আরও নাগরিকবান্ধব ও জনমুখী করার লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সনাক এবং রাঙামাটি পৌরসভার যৌথ উদ্যোগে এ বাজেট ঘোষণা করা হয়। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে ঘোষিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। সচেতন নাগরিক কমিটির (সনাক) রাঙামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় বিশিষ্টজনরা অংশ নেন। এসময় রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ফারুক আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেট ঘোষণাকালে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, সর্বমোট ১১৫ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা। বিভিন্ন খাতে আয় ১০ কোটি ১৪ লাখ ২ হাজার ২৬৪ টাকা। রাজস্ব খাতে ব্যয় হবে ৮ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা। অন্য খাতে আয়ের উৎস হল- সরকারি অনুদান ৪৯ কোটি ৬০ লাখ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ২৭ লাখ এবং বিশেষ প্রকল্প খাতে অনুদান ৫৬ কোটি ৪০ লাখ টাকা। উন্নয়ন খাতে ব্যয় হবে ১১৩ কোটি ৮১ লাখ টাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট