চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর আয়কর বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

নতুন প্রজন্মকে আয়কর বিষয়ে অধিকতর সচেতনতা ও জ্ঞানার্জনে উৎসাহিত করার জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রাম কর অঞ্চল-৪। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে কর অঞ্চল-৪ এর আওতাধীন বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষকদের সাথে শীঘ্রই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। তিনি জানান, ‘আমরা চাই শিক্ষার্থীরা শিক্ষা জীবনেই আয়কর সম্পর্কে বিস্তারিত জানুক। কেননা, আয়কর সম্পর্কে জানলেই তারা ভবিষ্যৎ এ আয়কর দিতে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জানতে হবে আয়কর দেয়ার সুফলতা কতটুকু। তাই নতুন প্রজন্মকে আয়কর বিষয়ে অধিকতর সচেতনতা ও জ্ঞানার্জনে উৎসাহিত করার জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে কর অঞ্চল-৪ এর আওতাধীন বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষকদের সাথে শীঘ্রই আলোচনায় বসে সেখানে আমরা ডাক বাক্স রাখবো। যেখানে প্রতিযোগীরা তাদের নিজ হাতে লেখা রচনাগুলো জমা করবেন।’ প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে ও ¯œাতক, ¯œাতকোত্তর অথবা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে প্রতিযোগিতা করবেন। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’। ‘খ’ বিভাগের প্রতিযোগীরা লিখবেন ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’ বিষয়ের উপর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট