চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্র্যাকটিকেল একশন’র আয়োজনে চলবে মঙ্গলবার পর্যন্ত

নগরীতে পাটপণ্য মেলার উদ্বোধন

২৬ আগস্ট, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

‘জুট ইজ কিউট’ স্লেøাগানে পাটশিল্পের প্রচার ও প্রসারের জন্য অফিস ও গৃহসজ্জার নান্দনিক উপকরণ ও নিত্য ব্যবহার্য সৌখিন নিয়ে নগরীতে তিনদিন ব্যাপী পাটপণ্য মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার নগরীর লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি

সেন্টারে আয়োজক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশগ্রহণকারী ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।ইউরোপিয়ান কমিশনের সহায়তায় বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে টেকসই কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নামক প্রকল্পটির আওতায় প্র্যাকটিক্যাল একশান নামে এনজিও সংস্থা এ মেলার আয়োজন করেছে। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাটের মাধ্যমে উদ্যোক্তা ও চাহিদা তৈরি এবং ছোট-মাঝারি শিল্প কারখানার মাধ্যমে বাজারজাতকরণে প্রকল্পটি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ মেলায় রকমারি পাটজাত পণ্যের পসরা নিয়ে ২০টি স্টল সেজেছে। স্টলগুলো হচ্ছে, জেডিপিসি চট্টগ্রাম, জেডিপিসি, অনেক আশা কুটির শিল্প, রংপুর ক্রাফটস, রংপুর হ্যান্ডিক্রাফটস, আছির উদ্দিন, মনসুরা, বুনন, নীলমাধব, নারী, স্বপ্ন হ্যান্ডিক্রাফটস, বেইকি সেন্টার, জয়যাত্রা ফাউন্ডেশন, আঁখি জুট প্রোডাক্টস, রাইদা হ্যান্ডিক্রাফটস, জারিফ এন্টারপ্রাইজ, ঐশী, ভোগডাঙ্গা জুট এসএমই, চারুশী শতরঞ্জি এন্ড ক্র্যাফটস ও ক্রিয়েটিভ জুট টেক্সটাইল প্রোডাক্টস তাদের প্রস্তুতকৃত পাটপণ্য সামগ্রী নিয়ে এসেছে। পাটপণ্যমেলা উপলক্ষে প্র্যাকটিক্যাল একশানের পাট বিশেষজ্ঞ আলমগীর চৌধুরী সাংবাদিকদের বলেন, পাটশিল্পের প্রসারের জন্য আমাদের এ মেলার আয়োজন। আমরা ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে পাট পণ্য মেলায় অংশগ্রহণ করে আসছি, কিন্তু এবারই প্রথম এককভাবে মেলা আয়োজিত হয়েছে। এ মেলার বেশির ভাগ স্টল রংপুর থেকে এসেছে। প্র্যাকটিক্যাল এ্যাকশানের ভ্যালু চেইন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ শৈবাল বড়–য়া বলেন, এবারই প্রথম আমরা এককভাবে পাটপণ্য মেলার আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য, সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনা এবং পাটপণ্য ব্যবহারে উৎসাহিত করা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট