১৩ এপ্রিল, ২০২৩ | ১২:৫৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চৈত্রের শেষ পর্যায়ে এসে গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। টানা কয়েক দিনের গরমে অসুস্থ হয়ে পড়েছে মানুষ। বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ার উপসর্গ নিয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। এছাড়া গরমে অসুস্থ হয়ে যাচ্ছেন পথে-ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষজন। রমজান মাস হওয়ায় দিনভর রোজা রেখে এ গরমে অসুস্থ হয়ে পড়ছেন গৃহিনীরাও। গতকাল বুধবার পাওয়া ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী ডায়রিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যা গত দুদিনের চেয়ে ৩৭ জন বেশি। এছাড়া চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে মঙ্গলবার রাত থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ে ১২ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। গরমে ডায়রিয়া বাড়ার কারণ সম্পর্কে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ মামুন বলেন, এই গরমে বাইরের খাবার ও বাসি খাবার খাওয়ার কারণেই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, দিনভর রোজা রেখে ইফতারে অস্বাস্থ্যকর খাবার যেমন ভাজাপোড়া খাচ্ছে, বিভিন্ন ফলের জুস তৈরি করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে সেটি ইফতারে খাচ্ছে। মূলত যেকোনো খাবার ফ্রিজে রাখার পর সেসব খাবারে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এমন খাবার খাওয়াতেই ডায়রিয়ায় হওয়ার প্রবণতা বেড়ে যায়। এসময় তিনি বলেন, এখন বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলো পরিহার করতে পারে। বেশি ঠান্ডা খাওয়া বন্ধ করতে হবে। ইফতারে ভাজাপোড়া না খেয়ে স্বাস্থ্যকর খাবারগুলো খেতে হবে। নিরাপদ পানি ও রসালো ফল খেতে হবে।
গত কয়েক কয়েকদিন ধরে চট্টগ্রামসহ দেশের ৪৯ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে চলেছে। চলতি সপ্তাহজুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। কয়েক দিনের মধ্যে বৃষ্টির কোনো আভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
চট্টগ্রামে আজ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৫ কি. মি বেগে প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয় : আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ৩৫ মিনিটে।
আগামীকাল সেহরি ও ইফতারের সময়সূচি : আগামীকাল সেহরির সময় শেষ হবে রাত ৪টা ১৫ মিনিটে এবং আজ ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর ৫টা ৪৩ মিনিটে এবং জোয়ার শুরু হবে আজ বেলা ১১টা ৫৯ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে আজ বিকেল ৬টা ২৬ মিনিটে।
পূর্বকোণ/পিআর