চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩

সর্বশেষ:

পাহাড় ধসের ঘটনায় কাউন্সিলর জসিমসহ সাতজনের বিরুদ্ধে পরিবেশের মামলা

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩ | ১২:১৭ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহে পাহাড় ধসের ঘটনায় কাউন্সিলর জসিমসহ সাতজনের বিরুদ্ধে  মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১১ এপ্রিল) পরিবেশের সহকারী পরিচালক হাছান আহম্মদ বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে আকবরশাহ থানায় মামলাটি দায়ের করেন।

 

সাতজন হলেন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী-৮ আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী ও উপ প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ওয়ালী আহমেদ। এছাড়া মেসার্স এবি-হক ব্রাদার্সের ওমর ফারুক, তাকিয়া বেগম, কাউন্সিলর জহুরুল আলম জসিম ও মোহাম্মদ ইসমাইল।

 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, তদন্ত কমিটি রিপোর্ট পেশ করার পর অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠান বর্ণিত কার্যক্রমের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরকেও মামলার অন্তর্ভুক্ত করা হবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট