চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাঙ্গুনিয়ার পাবলিক হল সংস্কারের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২৬ আগস্ট, ২০১৯ | ১২:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার রাজনীতিতে যুগের সাক্ষী উপজেলার ইছাখালী সদরে অবস্থিত পাবলিক হল। উপজেলার যেকোন গুরুত্বপূর্ণ সভা-সেমিনার মানেই সবার পছন্দের ভেন্যু এই পাবলিক হল। শুধু রাজনৈতিক নয়, উপজেলার যেকোন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এটি একমাত্র ভেন্যু ছিল। কিন্তু কালের পরিক্রমায় এই পাবলিক হল এখন জরাজীর্ণ। এখানে আর কোন সভা-সেমিনার হয় না। বক্তাদের ঝাঁঝালো বক্তব্য কিংবা শ্রোতাদের করতালিতে মুখরিত হয় না এই পাবলিক হল। মূলত এই পাবলিক হলের কথাই ভুলে গেছেন সবাই। তবে সবাই ভুলে গেলেও এই হলের কথা মনে রেখেছেন রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাঙ্গুনিয়ার রাজনীতির ইতিহাসের অন্যতম অংশীদার এই পাবলিক হল মেরামতের জন্য তিনি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। চট্টগ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে এটি সংস্কারে তিনি এই উদ্যোগ নেন। এ লক্ষ্যে গত ২১ আগস্ট হলটি পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী দিদারুল আলম। পরিদর্শনকালে তারা বরাদ্দকৃত অর্থ দিয়ে কীভাবে জরাজীর্ণ এই ভবনটি সংস্কার করা যায়, তার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। হলটি সংস্কারে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট