চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শুভ জন্মাষ্টমী উদযাপন

মফস্বল ডেস্ক

২৬ আগস্ট, ২০১৯ | ১২:৪১ পূর্বাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা-উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ধর্মসভায় বক্তারা বলেন, ভাগবত গীতার অনুসরণেই মিলবে মানুষের মুক্তি।

খাগড়াছড়ি জন্মাষ্টমী উদযাপন পরিষদ: নিজস্ব সংবাদদাতা জানান, পরিষদের উদ্যোগে নারায়ণ মন্দির এলাকায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, জেলা সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি এডভোকেট বিধান কানুনগো, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে প্রমুখ।

ভূজপুর পূজা উদযাপন পরিষদ: পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল মহাজনের নেতৃত্বে উপস্থিত ছিলেন রনজিত চৌধুরী, প-িত লিংকন চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট মিহির কুমার দে, এডভোকেট বিজয় কৃষ্ণ বৈষ্ণব, মাস্টার রতন চৌধুরী, সমাজসেবক রনজিত কুমার শীল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, পন্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, শিমুল ধর, প্রতাপ রায় ও সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট