চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বৃক্ষরোপণ কর্মসূচি উপজেলায়

মফস্বল ডেস্ক

২৬ আগস্ট, ২০১৯ | ১২:৪০ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। এ উপলক্ষে সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে গত ২৪ আগস্ট সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত। দক্ষিণ জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তাহেরের নিদের্শনায় উপজেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন রিমনের নেতৃত্বে উপজেলার পাঁচ ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়। বড়উঠান ইউনিয়নের দৌলতপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। এরপর পর্যায়ক্রমে জুলধা ইউনিয়ন গাউসিয়া হোসাইনিয়া সুন্নিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, শিকলবাহা ইউনিয়ন পরিষদ, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও চরপাথরঘাটা আজিম-হাকিম উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সম্পাদকম-লীর সদস্য হাফেজ আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, বড়উঠান ইউনিয়ন আ.লীগ সা. সম্পাদক আবদুল মান্নান খান, শিকলবাহা ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ ফোরকান, হাফেজ মাহবুব করিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা পারভেজ খান, সোহেল, সাইফুল ইসলাম অভি, সাহাবউদ্দিন, নূরউদ্দিন, হোসাইন, কামরুল ইসলাম রিপন, ইদ্রিচ চৌধুরী, দাউদুজ্জামান লিটন, লোকমান মাহমুদ রবিন প্রমুখ।

চরকানাই জনকল্যাণ সংস্থা: পটিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার চরকানাই জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি। সংস্থার আঙ্গিনায় একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। সংস্থার সভাপতি আবু মোহাম্মদ আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএম মনজুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ রিয়াজ। সভায় বিশেষ অতিথি ছিলেন এমপি সামশুল হক চৌধুরীর হাবিলাসদ্বীপ ইউনিয়নের উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা আ.লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ চৌধুরী। বক্তব্য রাখেন সংস্থার সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোহাম্মদ ইউনুচ মিঞা, সাধারণ সম্পাদক এএম মনজুর, ইউনুচ খান জসিম, আবু তৈয়ব, ফোরকান, জাহাঙ্গির আলম, জবল আহমদ, ইছমাইল, ইদ্রিস মিয়া, আবুল হাশেম রাব্বু, রুমা আক্তার, হালিমা বেগম প্রমুখ।

পাক পাঞ্জাতন: ‘গড়িব সবুজ বাংলাদেশ’ স্লোগানে চন্দনাইশ উপজেলাস্থ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি। কর্মসূচির উদ্বোধন করেন ৬ নং বৈলতলী ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি কবির আহম্মদ সওদাগর, আবুল কাশেম আদ-দায়েমী, সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল, সহ-সভাপতি আব্দুর শুক্কুর, সেলিম আজিম, শওকত হোসন চৌধুরী রিপন, মিজানুর রহমান, নুর মুহাম্মদ, সাজ্জাদ হোসেন, এনাম, মামুন প্রমুখ।
হৃদয়ে দিয়াকুল: ‘আসুন সবাই মিলে সবুজ পৃথিবী গড়ি’ স্লোগানে চন্দনাইশের দোহাজারী পৌরসভার সংগঠন হৃদয়ে দিয়াকুলের উদ্যোগে সম্প্রতি বৃক্ষচারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে কর্মসূচিতে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আমছুর উদ্দিন ও উপদেষ্টা সাদেক হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবাইদুল হক শাকিল, সাধারণ সম্পাদক সাইমুন, সহ-সভাপতি মিজানুর রহমান, হিরো দাশ, আরমান উদ্দিন, জাবেদুল ইসলাম, বেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন ও সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-কার্যকরী সদস্য মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল নোমান, তারেক উদ্দিন জিসান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট