চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় সড়কে দুর্ভোগ শিক্ষার্থীদের পানছড়ি

শাহজাহান কবির সাজু, পানছড়ি

২৬ আগস্ট, ২০১৯ | ১২:৩৯ পূর্বাহ্ণ

পানছড়ি উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি একটু বৃষ্টিতেই হয়ে ওঠে বিপদজনক। উঁচু-নিচু রাস্তাটি বেয়ে বিদ্যালয়ে আসতে ভয় লাগে বলে জানায় শিক্ষার্থীরা। পা পিছলে পড়ে কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, পানছড়ি-তবলছড়ি সড়কের পাশেই মোল্লাপাড়া এলাকায় বিদ্যালয়টির অবস্থান। এখানে শিক্ষার্থীর সংখ্যা দেড় শতাধিক। প্রধান সড়ক থেকে বিদ্যালয়টির দূরত্ব আনুমানিক পঞ্চাশ-ষাট গজ। এর মাঝে পঁচিশ-ত্রিশ গজ রাস্তা একটু বৃষ্টিতেই পিচ্ছিল হয়ে যায়। এতে বিদ্যালয়মুখী শিক্ষার্থীরা প্রায়ই পা পিছলে আহত হয়। তাছাড়া বিদ্যালয়টির অবকাঠামোগত অবস্থাও বেশ নাজুক।

৫ নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা জানান, বিদ্যালয়ের রাস্তাটি আমি সরেজমিনে দেখেছি। আসলেই এটি বিপদজনক। ইউপির বরাদ্দের মাধ্যমে রাস্তাটি শিশুদের চলাচলের উপযোগী করে দেয়া হবে বলে জানান তিনি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা ও কনিকা খীসা বিদ্যালয়ের অবকাঠামো ও আসবাবপত্রের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন বলে জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মোমিন বিদ্যালয়ের সমস্যাগুলো নিরসনে প্রশাসনের দ্রুত সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট