চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অধিকারের কথা বললে কণ্ঠরোধ করা হচ্ছে: ডা. শাহাদাত

প্রেস বিজ্ঞপ্তি

৬ এপ্রিল, ২০২৩ | ৯:১৩ অপরাহ্ণ

মানুষ আজ সত্য প্রকাশ করতে পারছে না। মানুষের স্বাধীনতা নেই। এটা আমার বেঁচে থাকার অধিকার। আজ কিছু বলতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেছেন, গণতন্ত্রের নামে সরকার মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। দেশে আজ কোন স্থিতিশীলতা নেই। মাংসের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, তেল, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু, তা বলতে পারবেন না। এটা বললেই আপনাকে জেলে যেতে হবে।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ইফতার ও আলোচনা সভার প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের কণ্ঠরোধের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা আইন গলার কাটা। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন কালা কানুন বাতিল করুন। অবিলম্বে গণমাধ্যম কর্মীদের দায়ের করা সকল মামলা প্রত্যাহার করার দাবি জানান।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহ আলম, ইয়াসিন চৌধুরীর লিটন, সদস্য এডভোকেট মফিজুর হক ভূঁইয়া, গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, পেশাজীবী নেতা ও সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. খুরশিদ জামিল চৌধুরী, প্রকৌশলী মানজারে রশিদ, সাংবাদিক মো. শাহনওয়াজ, ডা. জসিম উদ্দিন প্রমুখ।

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট