চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে স্বর্ণ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ এপ্রিল, ২০২৩ | ৫:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে আত্মসাৎ করা অলঙ্কারসহ মো. মাসুদ সরদার নামে (২৬) এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন, কানের দুল, আংটি, নগদ টাকাও মোবাইল নিয়ে যায় দুইজন ব্যক্তি। এসব স্বর্ণের মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ জানালে গতকাল রাতে অভিযান চালিয়ে বহদ্দারহাট রাস্তার ওপর থেকে মাসুদ সরদার নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা স্বর্ণের চেইন ও কানের দুল উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও বলেন, নারীদের বোকা বানিয়ে প্রতারণা করতো একটি চক্র। এই চক্র প্রথমে একজন ভিকটিমকে বিভিন্ন জায়গায় ত্রাণ দেয়ার কথা বলে তাদের অফিসে নিয়ে যায়। এমন কাজের সাথে যুক্ত হতে গেলে অফিসে ঢোকার সময় স্বর্ণালঙ্কার খুলে রেখে যেতে হবে বলে। এরপর সেগুলো সরল বিশ্বাসে তাদের কাছে খুলে রেখে গেলে সেগুলো নিয়ে কেটে পড়ে প্রতারকরা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট