চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

থানায় এসে নিজেই ধরা দিলেন আওয়ামী লীগ নেতার উপর হামলার আসামী

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

২৫ আগস্ট, ২০১৯ | ৮:৩৬ অপরাহ্ণ

অবশেষে থানায় হাজির হয়ে পুলিশের কাছে ধরা দিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জানে আলম জামালকে  গুরুতর আহতের মামলার একমাত্র আসামী মো.মুছা (৫২)। গতকাল রবিবার সকালে নিজের দোষ স্বীকার করে সাতকানিয়া থানায় হাজির হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
জানা যায়, গত শুক্রবার দক্ষিন মাদার্শা বায়তুর রহমান জামে মসজিদে জুমার নামাজ শেষে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মাদার্শা ইউনিয়নের খামার পাড়ার মৃত মফজল আহমদের ছেলে জানে আলম জামাল বাড়ি ফিরছিলেন। এসময় মসজিদের পার্শ্ববর্তী একটি ঘরে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই ইউনিয়নের দক্ষিন মাদার্শা ইয়াজর পাড়ার মৃত আমির হামজার ছেলে মো. মুছা মাদকাসক্ত অবস্থায় অতর্কিতভাবে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন জামালকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে তাকে প্রেরণ করেন।

গত শনিবার (২৪ আগস্ট) আহত জানে আলম জামাল বাদী হয়ে মুছাকে একমাত্র আসামী করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মুছা পলাতক ছিল। পুলিশও মুছাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান ও সোর্স লাগিয়ে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে। অন্যদিকে, মুছা যাতে পুলিশের নিকট আত্মসমর্পণ করে সেজন্য তার নিকটজনদের বলা হয়। এরপ্রেক্ষিতেই আজ রবিবার সকালে মুছা নিজে থানায় হাজির হয়ে পুলিশের নিকট ধরা দেয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, আওয়ামী লীগ নেতা জানে আলম জামালকে কুপিয়ে আহত করার ঘটনার মামলার একমাত্র আসামীকে  রবিবার সকালে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/ সুকান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট