চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ বিজয়

নিজস্ব প্রতিবেদক

৩ এপ্রিল, ২০২৩ | ১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচনে পুনরায় বিজয়ী হয়েছে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। নির্বাচনে মোট ২৪ জন পরিচালক পদের ২৩টিতে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীরা। রবিবার (২ এপ্রিল) নগরীর বাণিজ্যিক এলাকার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোট প্রদান। পরে ভোট গণনা শেষে ফলাফলে সম্মিলিত পরিষদের একচেটিয়া জয়ের বিষয় নিশ্চিত হয়।

 

এর আগে সম্মিলিত পরিষদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তাদের অনেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তবে ৭ জন প্রত্যাহার না করায় বিনা ভোটে সম্মিলিত পরিষদের জয়ী হওয়া সম্ভব হয়নি। রমজানের মধ্যেও চট্টগ্রামের বাইরে ঢাকা এবং খুলনার ভোটার ও প্রার্থিরা ভোটে উপস্থিত ছিলেন। ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণায় দেখা যায় মোট ২৪ পরিচালক পদের ২৩টিতে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীরা। কেবল এসোসিয়েট ক্যাটেগরিতে একজন পরিচালক হেরেছেন। সেই পদে স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম সুজন জয়ী হয়েছেন। এর আগেও তিনি ২০২১-২০২৩ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রার্থী হিসেবে জিতেছিলেন।

 

উল্লেখ্য, জেনারেল ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ২১ জন। জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদ মনোনীত প্রার্থীদের সবাই। তারা হলেন- সৈয়দ মোহাম্মদ আরিফ (প্রাপ্ত ভোট-৯৪), সৈয়দ ইকবাল আলী (প্রাপ্ত ভোট-১০৭), এসএম মাহবুবুর রহমান (প্রাপ্ত ভোট-১০৭), মো. ওসমান গনি চৌধুরী (প্রাপ্ত ভোট-১০৪), মো. আজফার আলী (প্রাপ্ত ভোট-৮৪), মামুনুর রশিদ (প্রাপ্ত ভোট-১১৫), মো. সাজ্জাদুর রহমান (প্রাপ্ত ভোট-১০৭), এসএম এনামুল হক (প্রাপ্ত ভোট-১০৭), মুনতাসির রুবাইয়াত (প্রাপ্ত ভোট-১০৩), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (প্রাপ্ত ভোট-১১০), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন (প্রাপ্ত ভোট ১১২), তানজিল আহমেদ রুহুল্লাহ (প্রাপ্ত ভোট-১০৫), আনিস উদ দৌলা (প্রাপ্ত ভোট-৭৫), মোহাম্মদ এনাম-উল-হক (প্রাপ্ত ভোট-৯২), মোহাম্মদ রাশেদ (প্রাপ্ত ভোট-৯০) এবং মো. আলী আকবর (প্রাপ্ত ভোট-৮০)।

 

এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদে প্রার্থী ছিলেন ১০ জন। সম্মিলিত পরিষদ থেকে বিজয়ী ৭ জন হলেন: মো. শফিকুল আলম জুয়েল, মো. নাজমুল হক, মো. রিয়াজউদ্দিন খান, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, রফিকুল আনোয়ার বাবু, মোহাম্মদ আসলাম এবং মো. নজরুল ইসলাম। অপরজন হলেন স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম সুজন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট