চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার চমেক হাসপাতালের চিকিৎসক আক্রান্ত

ডেঙ্গু পরিস্থিতি হ চট্টগ্রামে ২৩ জনসহ বিভাগে আক্রান্ত ৭৪, সারাদেশে ১১৭৯

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

চলতি মাসের শুরুতে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেশি থাকলেও, বর্তমানে তা অনেক কমেছে। একই সাথে কমেছে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে গতকাল শনিবার চট্টগ্রামসহ সারাদেশে সর্বনি¤œ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে রয়েছে ৭৪ জন। আর সারাদেশে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৭৯ জন যা চলতি মাসের তথ্য অনুযায়ী সর্বনি¤œ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নগরীসহ চট্টগ্রাম জেলাতে রয়েছে ২৩ জন রোগী। যাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে ১৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২ জন, ইউএসটিসি হাসপাতালে ২ জন, বেসরকারিতে ম্যাক্স হাসপাতালে ১ জন, ন্যাশনাল হাসপাতালে ১ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন রয়েছে।

এদিকে, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসকও হয়েছেন। ওই চিকিৎসক হলেন- হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগের রেজিস্টার ডা. উদয় শংকর সরকার। বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট এক হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীতে ৫৭০ জন এবং ঢাকার বাইরে ৬০৯ জন রয়েছে। চট্টগ্রাম বিভাগে ৭৪ জন, খুলনা বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ১০৬ জন, সিলেট বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬ হাজার ২৮৯ জন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট