চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ষোলশহরে ট্রেনের ধাক্কায় রাউজান হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নিহত

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

২৫ আগস্ট, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানার ষোলশহরে গতকাল (শনিবার) বিকেলে ট্রেনের ধাক্কায় রাউজান আর.আর.এ.সি মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আলহাজ আবুল কালাম শরীফ (৭৩) নিহত হয়েছেন। তিনি রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর শরীফ বাড়ির মরহুম ফরিদ আহম্মদ শরীফের ছেলে। দীর্ঘদিন ধরে আবুল কালাম সপরিবারে নগরীর ষোলশহরে বসবাস করে আসছিলেন। নিহতের ছোট ভাই মুক্তিযোদ্ধা মাহাবুল আলম শরীফ গতকাল রাতে জানান, তার বড় ভাই আবুল কালাম শনিবার আছড়ের নামাজ পড়ে বাসায় ফেরার পথে জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত শিক্ষক আবুল কালাম দুই মেয়ে ও এক ছেলের জনক। নিহতরা দুই ভাই ৫ বোন। নিহতের ভাগিনা শহীদ জানান, মামার লাশ রাতেই চট্টগ্রাম শহর থেকে রাউজানের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। রবিবার (আজ) তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। এদিকে আবুল কালামের মৃত্যুর সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহকর্মী, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেক প্রাক্তন শিক্ষার্থী তার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিতে থাকেন। আবুল কালামের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। তিনি রাউজান আর.আর.এ.সি মডেল হাই স্কুলের বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। তিনি দেড়দশক আগে উল্লেখিত স্কুল থেকে অবসরে যান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট