চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ছয় দফা মেয়াদ বাড়িয়েও পূর্ণ হয়নি হজের কোটা

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৩ | ১১:৩১ পূর্বাহ্ণ

দফায় দফায় নিবন্ধনের মেয়াদ বাড়ানোর পরও এখন পর্যন্ত কোটাই পূরণ হয়নি হজ যাত্রীর। ছয় দফা মেয়াদ বাড়ানোর পরও নিবন্ধন সম্পন্ন হয়েছে লক্ষ্যমাত্রার সাড়ে ৯২ শতাংশ। এরমধ্যে ঘোষণা অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) শেষ হচ্ছে নিবন্ধনের সময়। যদিও সংশ্লিষ্টরা এখনো আশা করছেন, এ সময়ের মধ্যে কোটা পূর্ণ হওয়ার, তবে হজ যাত্রী পরিবহন সংশ্লিষ্টদের পরামর্শ, কোটা পূরণ না হওয়া পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চালু রাখার।

 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল (মঙ্গলবার) পর্যন্ত সৌদি আরবে পবিত্র হজ পালন করতে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ১ লাখ ১৭ হাজার ৩৭৪ জন। এদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৪৮২ জন বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করেন। বাকি ৯ হাজার ৮৯২ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যদিকে, এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সে হিসেবে এখন পর্যন্ত হজে যেতে ইচ্ছুক হয়েছেন লক্ষ্যমাত্রার তুলনায় মাত্র ৯২ দশমিক ২৭ শতাংশ।

 

হজ এজেন্সিস এসোসিয়েশন চট্টগ্রাম জোনের চেয়ারম্যান মো. শাহ আলম পূর্বকোণকে বলেন, ‘কোটা পূরণে অতীতে এত সময়ের প্রয়োজন হয়নি। যদিও এখন লক্ষ্যমাত্রার খুবই কাছাকাছিতে এসে পৌঁছেছে। আশা করা যায়, কোটা পূর্ণ হয়ে যাবে। তবে এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত কোটা পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত সার্ভার খোলা রাখতে হবে। আর্থিক সামর্থ্যরে কারণেও এবছর অনেকে যেতে পারছেন না, তা না হলে বহু আগেই কোটা পূরণ হয়ে যেত।’

 

এদিকে, এ বছর প্রি-হজ ফ্লাইটে সর্বমোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২১ মে দিবাগত রাতে ঢাকা থেকে প্রথম হজ যাত্রীদের ফ্লাইট শুরু হবে। এবারের ফ্লাইটগুলোতে ৫০ শতাংশ হজ যাত্রী পরিবহন করবে রাষ্ট্রায়াত্ত্ব এ বিমান সংস্থাটি।

 

জানা যায়, ১৬০টি ডেডিকেটেড ফ্লাইটের মধ্যে ২০ টি ফ্লাইট চলবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে। আগামী ২৮ মে থেকে চট্টগ্রাম দিয়ে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এ বিমান বন্দর দিয়ে ১৪টি ফ্লাইট চলবে চট্টগ্রাম-জেদ্দা রুটে। বাকি ৬টি ফ্লাইট সরাসরি চট্টগ্রাম-মদিনা রুটে যাত্রী পরিবহন করবে। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

অন্যদিকে, চট্টগ্রাম থেকে হজ যাত্রীদের পরিবহনের জন্য বাংলাদেশ বিমানের কতটি ফ্লাইট পরিচালিত হবে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক সজল কান্তি বড়–য়া। তিনি বলেন, ‘এ সংক্রান্ত বিষয়ে কোন শিডিউল এখন পর্যন্ত পাওয়া যায়নি।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট