চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মন্ত্রীর পিএ পরিচয়ে টাকা আত্মসাৎ, চট্টগ্রামে প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২৩ | ৪:৫০ অপরাহ্ণ

মন্ত্রীর পিএ পরিচয়ে চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

গ্রেপ্তার বাস পঞ্চঞ্চা শাকিব বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির চাকপাড়ার ধুংচো অং চাকের ছেলে।

 

সোমবার (২৭ মার্চ) নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেররিজমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন।

 

তিনি বলেন, ‘কিছুদিন আগে ‘চট্টগ্রামের চাকরি-বাকরি’ নামের ফেসবুক গ্রুপে অজ্ঞাত একটি ফেসবুক আইডিতে বাংলাদেশ এয়ারলাইন্স শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট’ হিসাবে চাকরির বিজ্ঞাপন দেখতে পান এক ভুক্তভোগী। বিজ্ঞাপন দেখে তিনি ওই আইডির মেসেঞ্জারে যোগাযোগ করেন। ওই আইডি থেকে নিজেকে মন্ত্রীর পিএ পরিচয় দিয়ে চাকরির বিনিময়ে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করে। পিএ চাকরির নিশ্চয়তা প্রদান করলে ভুক্তভোগী উনাকে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। বাকি ৪০ হাজার টাকা ভুক্তভোগীর বেতন থেকে কাটা হবে বলে জানান।’

 

তিনি আরও বলেন, ‘টাকা দেয়ার পর ভুক্তভোগী ওই প্রতারকের সাথে যোগাযোগ করা চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি মন্ত্রীর প্রকৃত পিএর সাথে যোগাযোগ করে বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এ ঘটনায় তিনি ঢাকার সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে একটি অভিযোগ দায়ের করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা থেকে প্রতারক বাস পঞ্চঞ্চা শাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আসামি। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট