২৮ মার্চ, ২০২৩ | ১:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর খুলশীতে ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। তবে হাতটি কার তা এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ টার দিকে ডেভারপাড় এলাকার কুসুমবাগ আবাসিকের পাশে একটি ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়।
খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাহেদ খান পূর্বকোণকে বলেন, ‘ডাস্টবিনের পাশে একটি হাত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করি। উদ্ধার করা হাতটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। হাতটি কার তা এখনও শনাক্ত করা যায়নি। তবে হাতটির আঙুলের ছাপ সংগ্রহ করতে পুলিশের সিআইডি টিম ঘটনাস্থলে আসছেন। ধারণা করছি কোনো হাসপাতালের ময়লার সাথে এই ডাস্টবিনে হাতটি এসেছে।’
পূর্বকোণ/পিআর/এসি