চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিরস্মরণীয় : সুজন

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৩ | ১০:৫৩ অপরাহ্ণ

বাঙ্গালির স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।

 

রবিবার (২৬ মার্চ) বিকেলে দারুল উলুম কামিল মাদরাসায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, ১৯৪৮ সালে মাতৃভাষার দাবিতে গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বসহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সব কিছুই হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি ছিলেন স্বাধীন বাংলার রূপকার।

 

মাদরাসা চত্বরে অধ্যক্ষ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মুহাদ্দিস ড. মওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মওলানা আনোয়ার হোসাইন, মূখ্য আলোচক ছিলেন গর্ভণিং বডির সদস্য অধ্যাপক ড. নুর হোছাইন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট