চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবিতে ৫০ মুক্তিযোদ্ধা সম্মাননা

চবি সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৩ | ১১:০৭ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান করা হয়।

 

রবিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।

 

সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন- জাহাঙ্গীর আলম, জাহিদ হোসেন, জাহাঙ্গীর চৌধুরী, রফিক আহম্মাদ (বিল্লা), অমল মিত্র, মোহাম্মদ মহিউদ্দিন শাহ আলম, মুকুল দাস, মোহাম্মদ ইসমাইল, আনোয়ারুল আজিম, প্রফেসর ডা. জাহিদ শরিফ, মোহাম্মদ ইউসুফ, এ. এইচ. এম. জিলানী চৌধুরী, মো. আবুল ফয়েজ, নির্মল চন্দ্র নাথ, ফজরুল হক ভূঁইয়া, মহিউদ্দিন আহমেদ রাশেদ, বদিউল আলম, মোহাম্মদ ইউনুস, এ কে এম সরওয়ার কামাল দুলু, মো. গোফরানুল হক ও আলহাজ্ব সুলতানুল কবির চৌধুরী (মরণোত্তর)।

 

অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন- মোহাম্মদ আবু ইউসুফ চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, মোহাম্মদ সোলায়মান, সৈয়দ মোহাম্মদ মাহবুব উল আলম, পংকজ কুমার দস্তিদার, নাসির উদ্দীন চৌধুরী, নওশের আলী খান, এস এম কামাল উদ্দিন (মরণোত্তর), মো. ইদ্রিস (মরণোত্তর), আবুল কাশেম চিশতী, ইউসূফ সালাহউদ্দিন আহমদ, মো. ছালেহ আহমেদ, শহীদুল হক চৌধুরী (সৈয়দ), আহামদ উল্লাহ, মোহাম্মদ নূর উদ্দিন, আবু সাঈদ সরদার, শেখ সাইফুল আনোয়ার, নুরুল বশর, শাহজাহান খান, হাজী জাফর আহমদ, সৌরেন্দ্র নাথ সেন, সেলিম উল্লাহ, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ মিঞা, শেখ মো. নুরুজ্জামান (মরণোত্তর), ফজলুল হক ভূঁইয়া, আফছার উদ্দিন আহমদ, মোখতার আহমদ (মরণোত্তর) ও এস. এম. ফজলুল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। গতবছর প্রথমবারের মতো ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছি। আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

এ সময় স্বাধীনতা যুদ্ধের অতীত স্মৃতিচারণে মুক্তিযোদ্ধা এ. এইচ. জিলানি চৌধুরী বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছি। নয়মাস ব্যাপী যুদ্ধ করে পেয়েছি আমাদের স্বাধীন পতাকা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।

 

অনুষ্ঠানে আরো ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর, অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রক্টর ড. নূরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর আফজালুর রহমান, রোকন উদ্দিন, ও সৌরভ সাহা জয়।

 

এদিন সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে চবি প্রশাসন। ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। এই ধারাবাহিকতায় চট্টগ্রাম অঞ্চলের আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে চবি প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট