চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত

নিজস্ব সংবাদদাতা , রাউজান

২৫ আগস্ট, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভায় প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার ওই অভিযোগটি করা হয়। আহত গৃহবধূর নাম মিতা দাশ (৩২)। তিনি পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা দাশপাড়া কমল বহাদ্দার বাড়ির বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সুজন দাশের স্ত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মিতা দাশকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী তরুণ দাশ, তরুণ দাশের পুত্র বিটু দাশসহ বেশ কয়েকজন বেদম প্রহার করে। পরে তাকে এলাকার লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ২৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন। ২৪ আগস্ট (গতকাল শনিবার) সকালে আহত মিতা দাশ রাউজান থানায় উপস্থিত হয়ে ঘটনার ব্যাপারে তরুণ বড়ুয়া ও তার পরিবারের সদস্যদেরকে আসামি করে অভিযোগ দায়ের করেন। থানার সেকেন্ড অফিসার মো. নুরুন্নবী অভিযোগের কথা স্বীকার করে বলেন ‘প্রকৃত ঘটনা কি তা আমরা খতিয়ে দেখছি।’ এ সর্ম্পকে স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন ‘এ ঘটনা আমি অবগত নই। এ বিষয়ে কোন পক্ষ আমাকে কিছু বলেনি।’ তবে এলাকার কয়েকটি সূত্রে জানা গেছে, দু’পক্ষের মধ্যে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট